শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১০২৫৭ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১০২৫৭ জন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণে এমসিকিউ পরীক্ষার পাস করেছেন ১০ হাজার ২৫৭ জন শিক্ষার্থী। সারাদেশ থেকে এবারের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪০ হাজার ৬৯৫ শিক্ষার্থী। 

গতকাল শুক্রবার (১৭ জুন) সারাদেশ থেকে আগত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা নেওয়া হয়।


বিজ্ঞাপন


পরীক্ষা শেষে শুক্রবার দিবাগত ভোর রাতে ফলাফল প্রকাশ করে আইনজীবীদের নিয়ন্ত্রণ ও সনদ প্রদানকারী স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি। 

পরীক্ষায় ১০ হাজার ২৫৭ শিক্ষার্থীর উত্তীর্ণের পাশাপাশি ২৭ জনের ফলাফল ইউদহেল্ড রাখা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে এগুলোর ফলাফল প্রকাশ করবে বার কাউন্সিল।

আইনজীবী তালিকাভুক্তিকরণে এমসিকিউ উত্তীর্ণ পরীক্ষার্থীদের অংশ নিতে হবে লিখিত পরীক্ষায়। এরপর দিতে হবে ভাইবা। সবগুলো ক্যাটাগরি শেষ করে আইনজীবী হিসেবে সনদ নিয়ে নিজ নিজ বারে (আইনজীবী সমিতিতে) প্র্যাকটিস করবেন তারা।

বর্তমানে সারাদেশে প্রায় ৬০ হাজার আইনজীবী আছেন।


বিজ্ঞাপন


এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর