সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক যুগের আইনি লড়াইয়ের সফল অবসান: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

এক যুগের আইনি লড়াইয়ের সফল অবসান: শিশির মনির

জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়াকে এক যুগেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের সফল পরিসমাপ্তি বলে মন্তব্য করেছেন দলটির প্রধান আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

রোববার (১ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের রায়ে গণতন্ত্র ও অংশগ্রহণমূলক রাজনীতির পথ উন্মুক্ত হলো।


বিজ্ঞাপন


শিশির মনির জানান, আপিল বিভাগ হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে দিয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দ্রুত জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করতে বলা হয়েছে। পাশাপাশি যেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে রয়েছে, সেগুলোও দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।

তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরও বিস্তৃত হলো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণ তাদের ইচ্ছামতো প্রার্থী নির্বাচন করতে পারবে। আগামী সংসদে আরও প্রাণবন্ত ও অর্থবহ বিতর্ক হবে বলে আমরা আশাবাদী, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, আদালত এই ইস্যুটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। আমরা আশা করি, নির্বাচন কমিশন আইন অনুযায়ী দ্রুত প্রতীক ফিরিয়ে দেবে।

তিনি আরও জানান, খুব শিগগির আদালতের সংক্ষিপ্ত রায়ের কপি হাতে পাবেন। এরপর তা নির্বাচন কমিশনে দাখিল করে নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে এবং দাঁড়িপাল্লা প্রতীকও সরিয়ে দেয়। পরে ২০২৪ সালের ১ আগস্ট তৎকালীন সরকার জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু সরকার পতনের পর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর