শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক নৌপ্রতিমন্ত্রীর এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

C
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আ ন ম আহমাদুল বাশার এবং তার স্ত্রী হাকিমুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এছাড়া তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশও দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়েছে, আহমাদুল বাশারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ও দলীয় পদ দেওয়ার নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়-বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনসহ অন্যান্য অভিযোগের অনুসন্ধান চলমান। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ। 

অনুসন্ধানকালে গোপন সূত্রের মাধ্যমে দুদক জানতে পেরেছে, তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।


বিজ্ঞাপন


আবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর, আয়কর রিটার্ন দাখিল, পাসপোর্ট ইস্যু-নবায়ন, ব্যাংক হিসাব খোলা-পরিচালনাসহ যাবতীয় কার্যক্রম তথা নাগরিক সুবিধা যেহেতু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সম্পাদিত হয়, তাই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্রটি ব্লক করা হলে এ সমস্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। এজন্য জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন। 

আদালত দুদকের এ আবেদন মঞ্জুর করে আদালত সাবেক নৌপ্রতিমন্ত্রীর এপিএস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আদেশ দেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর