ডা. জাহাঙ্গীর কবিরের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত শতশত ভুয়া ফেসবুক আইডি, পেজ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (২৫ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তারিকুল ইসলাম তার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
বিজ্ঞাপন
রিটে বলা হয়েছে, ভুয়া আইডি ও পেজের মাধ্যমে ডা. জাহাঙ্গীর কবিরের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব আইডি থেকে তার নাম ব্যবহার করে অসত্য তথ্য ও ভুয়া চিকিৎসা পদ্ধতি প্রচার করা হচ্ছে, যা জনসাধারণের জন্য ক্ষতিকর এবং বিভ্রান্তিকর।
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, জাতীয় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ফেসবুক ও প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রতিনিধিকে বিবাদী করা হয়েছে।
আবেদনে মূলত তিনটি দাবি জানানো হয়েছে—
১. ডা. জাহাঙ্গীর কবিরের নামে পরিচালিত সব ভুয়া ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ বন্ধ করা।
২. তার প্রকৃত ও ভেরিফায়েড ফেসবুক পেজটি পুনরায় চালু করা।
৩. ভুয়া বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।
রিটে বলা হয়, এর আগে এসব বিষয়ে সরকার ও ফেসবুক কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বিভিন্ন সময় ডা. জাহাঙ্গীর কবিরের জনপ্রিয়তা ও পরিচিতিকে পুঁজি করে অনেকেই অনলাইনে ভুয়া পেজ চালিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে বিজ্ঞাপন দিচ্ছেন। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং প্রতারণার শিকারও হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এআইএম/এইউ

