রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আনাস হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু আজ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৩:০৫ এএম

শেয়ার করুন:

Tri
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখাঁরপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় হওয়া মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ (রবিবার)। 

গত ২০ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদন আজ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মধ্যদিয়েই মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। 


বিজ্ঞাপন


শিক্ষার্থী আনাস হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়। 

অন্যরা হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম, মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। 

তবে ৮ আসামির মধ্যে শেষের চারজন কারাগারে রয়েছে, বাকিরা পলাতক। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সরাসরি অংশগ্রহণ করেন। 


বিজ্ঞাপন


আগ্নেয়াস্ত্র, এপিসি কার, লাখ লাখ বুলেট, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করে পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। 

তদন্তে উঠে এসেছে, চানখাঁরপুলের হত্যাকাণ্ডে পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্যরা ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন। তারা অধীনস্থদের নির্দেশ দেন, সহযোগিতা ও সহায়তার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটনে ভূমিকা রাখেন। 

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর