ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সাতজন মন্ত্রী ও সংসদ সদস্যকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
সাবেক সাতজন মন্ত্রী-এমপি হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু।
বিজ্ঞাপন
বুধবার (১৪ মে) কারাগার থেকে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম মামলাগুলোতে তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে আনিসুল হককে তিন মামলায়, মনিরুল ইসলাম মনুকে তিন মামলায়, আমীর হোসেন আমুকে দুই মামলায়, রাশেদ খান মেননকে দুই মামলায়, হাসানুল হক ইনুকে দুই মামলায়, জুনাইদ আহমেদ পলককে দুই মামলায় ও শাজাহান খানকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসব মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন
এএইচ

