দেশের বিচারব্যবস্থার ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্টের রায়ের মাধ্যমে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে—এমন মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (১৩ মে) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত শুনানিতে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বেঞ্চে মামলার শুনানি চলাকালে বিষয়টি উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
আদালতে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত মামলার আপিলটি ২০২৩ সালের ১৯ নভেম্বর খারিজ হয়ে যায়। সেদিন আবেদনকারী পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় মামলাটি খারিজ করেন আদালত।
পরে মামলাটি পুনরুজ্জীবনের জন্য নতুন করে আবেদন করা হয়। ২০২3 সালের ২২ অক্টোবর আদালত আবেদনটি গ্রহণ করে এবং সময়ক্ষেপণ ক্ষমা করে পুনরায় শুনানির জন্য মামলাটি রিস্টোর করেন। এরপর ৩ ডিসেম্বর থেকে পুনরুজ্জীবিত আপিলের ওপর মূল শুনানি শুরু হয়।
মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘এই প্রথমবার হাইকোর্ট একটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করে—এটি দেশের ইতিহাসে নজিরবিহীন।’
বিজ্ঞাপন
এইউ

