শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কার্যতালিকা থেকে ড. কামালের রিট বাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২২, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

কার্যতালিকা থেকে ড. কামালের রিট বাদ

আয়কর ফাঁকির বিষয়ে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের রিট কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে আবেদনটি হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুন) এ বিষয়ে শুনানি করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আদালতে ড. কামালের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

সম্প্রতি আয়কর নিয়ে বিরোধে হাইকোর্টে রিট করেন প্রখ্যাত আইনজীবী ড. কামাল।

রিটে বলা হয়েছে, ২০১৮-১৯ কর বছরের জন্য ড. কামাল হোসেন তার আয়কর রিটার্নে মোট বার্ষিক আয় ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা প্রদর্শন করেন এবং সে অনুযায়ী ৭৬ লাখ ৪১ হাজার ৫৪৮ টাকা কর হিসেবে উৎস কর কর্তন করা হয়েছে বলে উল্লেখ করেন।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর উপকর কমিশনার এক আদেশে তার আয় ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকা ধার্য করেন এবং এর জন্য ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা বিলম্ব মাশুলসহ মোট ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকা আয়কর দাবি করেন।


বিজ্ঞাপন


ড. কামাল হোসেন এ আদেশের বিরুদ্ধে কর আপিল ট্রাইব্যুনালে আপিল করলে সেটি খারিজ হয়ে যায়।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর