শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে আদালতে চূড়ান্ত খসড়া নীতিমালা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২২, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে আদালতে চূড়ান্ত খসড়া নীতিমালা
ফাইল ছবি

নেটভিত্তিক প্ল্যাটফর্ম ওটিটি (ওভার দ্যা টপ) থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায়সহ এসব প্ল্যাটফর্ম (হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডি ইত্যাদি) নিয়ন্ত্রণে চূড়ান্ত খসড়া নীতিমালা আদালতে দাখিল করা হয়েছে।

সোমবার (১৩ জুন) রিটকারী আইনজীবী তানভীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে তিনি বলেন, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে তথ্য মন্ত্রণালয়ের এই নীতিমালা দাখিল করা হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি। পরে ওই বছরের ১৮ জানুয়ারি ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন হাইকোর্ট।

এআইএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর