অনলাইন জুয়া/বেটিং গেমের বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ‘অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা’ শিরোনাম একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) তানজিম রিয়াদ নামে রাজধানীর ধনিয়া এলাকার এক ব্যক্তির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
বিজ্ঞাপন
রিটে অনলাইন জুয়া/বেটিং গেমের বিস্তার রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
এছাড়া তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় সেলিব্রেটিদের দ্বারা অনলাইনে জুয়া/বেটিং গেমের বিস্তার রোধ এবং অনলাইনে বিজ্ঞাপন প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানাানো হয়েছে।
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্কৃত বিষয়ক সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সাত জনকে বিবাদী করা হয়েছে।
আগামী সপ্তাহে হাইকোর্টের যেকোনো একটি বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী মাহিন এম রহমান।
বিজ্ঞাপন
এআইএম/এমএইচটি