সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

যুবলীগ নেত্রী মিশু ও ইতি ৩ দিনের রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

যুবলীগ নেত্রী মিশু ও ইতি ৩ দিনের রিমান্ডে

যুব মহিলালীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু ও কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাবরিনা ইতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে একে অপরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে ষড়যন্ত্রসহ অপরাধ সংঘটনের প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় তাদের এই রিমান্ড দেওয়া হয়।

সোমবার (৭ এপ্রিল) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ঢাকা মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি।


বিজ্ঞাপন


তিনি আদেশের বিসয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ এ মামলায় তাদেরকে ৫ দিনের রিমান্ড চেয়েছিল। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথয়িক তদন্তে আসামিদের বিরুদ্ধে অত্র মামলার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তপূর্বক নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম করার জন্য একত্রিত হয়েছিল কি না তা সহ মামলার মূল রহস্য উদঘাটনের স্বার্থে আসামিদেরকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

গত ৫ এপ্রিল রাজধানীর শেরে বাংলানগর থানায় এই আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর আগে এই দুই আসামিকে গত ৫ ও ৬ এপ্রিল গ্রেফতার করে পুলিশ।  

এআইএম/ইএ


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর