বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

দুই লাখ পথশিশুকে জন্ম নিবন্ধন দিতে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২২, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

দুই লাখ পথশিশুকে জন্ম নিবন্ধন দিতে রিট

দুই লাখ পথশিশুকে জন্ম নিবন্ধন দিতে নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছেন একজন আইনজীবী।

রোববার (১২ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।


বিজ্ঞাপন


স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট সংগঠনের পক্ষে গত সপ্তাহে ব্যারিস্টার তাপস কান্তি বল এই রিট আবেদনটি দায়ের করেন। 

রিটে নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, জন্ম নিবন্ধন অধিদফতর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার তাপস কান্তি বল ঢাকা মেইলকে বলেন, পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সারাদেশে দুই লাখের বেশি পথশিশু আছে। এসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই। এতে করে নানাবিধ সমস্যা হচ্ছে তাদের। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। জন্ম নিবন্ধন সনদ না থাকার কারণে শিশুরা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা কোনো রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছে না। এ কারণে রিট দায়ের করেছি। আজকে শুনানি হতে পারে। এরপর আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর