মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুমকির ৫টি অ্যাকাউন্ট অবরুদ্ধ, ফ্ল্যাট ক্রোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

চুমকির ৫টি অ্যাকাউন্ট অবরুদ্ধ, ফ্ল্যাট ক্রোক
মেহের আফরোজ চুমকি। ছবি: সংগৃহীত

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী মেহের আফরোজ চুমকির পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া রাজধানীতে তার নামে থাকা ৩১১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।


বিজ্ঞাপন


দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।

আরও পড়ুন

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আবেদনে বলা হয়েছে, আসামি মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকি নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে দুদকের একটি মামলা চলমান রয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নামে অর্জিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ/ক্রোক করা আবশ্যক।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর