বীর মুক্তিযোদ্ধাদের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। বুধবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার বয়সের ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে ৩টি গেজেট প্রকাশ করে। এসব গেজেটে মুক্তিযোদ্ধা হতে হলে ১৩ বছর বয়স এবং সর্বশেষ গেজেটটিতে ১২ বছর ৬ মাস বয়স নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
পরে, এসব গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫টি রিট আবেদন করা হয়। সেই রিটের পর গত ১৯ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। ওই রায়ে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস নির্ধারণ করে জারি করা গেজেট ও আইনের ধারা অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্ট তখন বলেছিল, ‘মুক্তিযোদ্ধাদের বয়সের সীমা দিয়ে তাদের অধিকার আটকে রাখা যাবে না।’
রায়ের স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে, সেই সময় আপিল বিভাগ এবং চেম্বার আদালত ওই রায় স্থগিত করে।
এআইএম/এইউ