বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাগুরার সেই ধর্ষণকাণ্ডের বিচার ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

শিশু অছিয়ার বিচার ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

মাগুরার ৮ বছর বয়সী শিশু আছিয়ার ধর্ষণ মামলার বিচার আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে, হাইকোর্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন।


বিজ্ঞাপন


এদিন, আদালতে শিশুটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যারিস্টার মাহসিব হোসাইন আদালতের কাছে আবেদন জানান। পরে আদালত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।

শিশুটির মা মাগুরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি দাবি করেছেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (আছিয়ার বোনের শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালান।

এদিকে, পুলিশ ইতোমধ্যে চার আসামিকে গ্রেফতার করেছে। শিশুটির বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটির ওপর এই পাশবিক নির্যাতন চালানো হয়। অভিযোগ রয়েছে— অভিযুক্ত হিটু মিয়া বেশ কিছুদিন ধরে, তার পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন, যা পরিবারের অন্য সদস্যরা জানতেন এবং এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছিল।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর