মানি লন্ডারিংয়ের মামলায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় রাখা হয়েছে এই আসামিকে। তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে।
বিজ্ঞাপন
এক দিন আগে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। একইদিন দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
তিনি জানান, মানিলন্ডারিংয়ের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
এআইএম