সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি ৮ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আপিলের রায় আজ
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আপিলের রায় আজ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানির জন্য আগামী ৮ মে দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
 
গত ১১ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।
 
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এই সরকারের অধীনে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়।
 
এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০০৪ সালের ৪ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।  যা আপিল বিভাগেও বহাল থাকে।
 
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে তড়িঘড়ি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়কের বিধান বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার।
 
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে আবেদন করে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ ৬ বিশিষ্ট ব্যক্তি। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর, জামায়াতের পক্ষ থেকেও আবেদন করা হয়।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর