বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ডেসটিনির পলাতক ৩৯ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

ডেসটিনির পলাতক ৩৯ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

ডেসটিনি-২০০০ এর গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় পলাতক ৩৯ জনকে গ্রেফতার করতে আন্তর্জাতিক রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

একই মামলায় নিম্ন আদালতে ৪ বছরের সাজাপ্রাপ্ত ডেসটিনির সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ জুন) এ বিষয়ে শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ  দেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাব মহাপরিচালকের (ডিজি)র প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালতে হারুনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ১২ মে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড দেন ঢাকার বিচারিক আদালত। 
 
কিন্তু একই মামলায় কোম্পানির প্রেসিডেন্ট ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।


বিজ্ঞাপন


ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায়ে ৪৬ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানা করেন।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় এ মামলা করে দুদক।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর