পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফের রিমান্ডে দিয়েছেন আদালত। এর মধ্যে আনিসুল হককে ছয় দিন ও আবদুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
আইনজীবীরা বলছেন, এ নিয়ে বিভিন্ন মামলায় এখন পর্যন্ত আনিসুল হককে ৪৯ দিন ও আবদুল্লাহ আল মামুনকে ৮৮ দিন রিমান্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন করে তাদের রিমান্ড মঞ্জুর শেষে আইনজীবীরা এমন তথ্য জানান।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের রিমান্ড আদেশ দেন।
আদালত সূত্র জানায়, যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কর্মী ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আজ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে জিহাদ হোসেন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দেন আদালত।
এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদসহ নয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।
ইএ

