শেখ হাসিনা সরকারের আমলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর তিনি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে ফিরেছেন।
বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রাজ্জাক। তিনি বলেন, আমি দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরে এসেছি। বাংলাদেশ আমার জন্মভূমি, আমি এই দেশকে ভালোবাসি। এই শহর আমার নিজের শহর।
বিজ্ঞাপন
আইন অঙ্গনে দীর্ঘ সময় কাটানো ব্যারিস্টার রাজ্জাক আরও বলেন, প্রতিটি বিপ্লবের পর নতুন করে বিপ্লবের চেষ্টা করা হয়। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। তাই এখন আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন।
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিগত সরকার এই দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজনীতিতে ফিরবেন কি না— এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রাজ্জাক বলেন, আমি ইংল্যান্ডে বার এট ল ডিগ্রি অর্জন করেছি এবং সেখানে পাঁচ বছর প্র্যাকটিস করেছি। এরপর আমি দেশে ফিরে এসেছি এবং সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা পরিচালনা করেছি। আমার হাতে গড়া অনেক সুযোগ্য জুনিয়র আছেন। একুশে টেলিভিশনের মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলাতেও আমি যুক্ত ছিলাম।
তিনি আরও বলেন, আমি আইন অঙ্গনের মানুষ, সেখানেই কাজ করতে চাই। এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র মুক্তি পাবে এবং সফল হবে। আমি আইন অঙ্গন থেকে মানুষের সেবা করতে চাই।
বিজ্ঞাপন
ব্যারিস্টার রাজ্জাক ২০০১ সালে একুশে টেলিভিশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার কথা স্মরণ করে বলেন, আপনাদের মনে আছে, ওই সময়ে আমি কীভাবে এসব গুরুত্বপূর্ণ মামলায় অংশগ্রহণ করেছি।
এআইএম/এইউ

