রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এস আলম পরিবারের ১২৫ ব্যাংক হিসাবের সাড়ে ২২ কোটি টাকা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

এস আলম পরিবারের ১২৫ ব্যাংক হিসাবের সাড়ে ২২ কোটি টাকা অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, আদালত যে আদেশ দিয়েছেন তা এস আলম গ্রুপের বিরুদ্ধে চলমান অর্থ পাচার অনুসন্ধান প্রসঙ্গে এসেছে। দুদকের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস এবং অন্যান্য দেশগুলোতে প্রায় এক বিলিয়ন ডলার পাচার করেছেন।


বিজ্ঞাপন


এই অভিযোগের তদন্তের জন্য দুদক একটি অনুসন্ধান চালাচ্ছে, যার মধ্যে সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২৫টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ২২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ১৯১ টাকা পাওয়া গেছে।

পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, দুদকের পক্ষ থেকে এই পরিমাণ টাকা অবরুদ্ধ করার আবেদন করা হয়, এবং আদালত তা মঞ্জুর করেছেন।

এছাড়া, গত ৭ অক্টোবর আদালত এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আদেশের আওতায় আছেন সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম, ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান, ভাই ওসমান গনি, ওসমানের স্ত্রী ফারজানা বেগম, ভাই আবদুস সামাদ, সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই রাশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই মোরশেদুল আলম এবং এস আলমের পূর্বপরিচিত মিসকাত আহমেদ।

এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর, দেশের বাইরে যাওয়ার জন্য তাদের পাসপোর্টও জমা রাখতে বলা হয়েছিল।


বিজ্ঞাপন


দুদক সূত্র জানিয়েছে, তদন্ত চলাকালে বিভিন্ন দেশে অর্থ পাচারের পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত আরও তথ্য পাওয়া গেছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা হলো— তারা জাল দলিল ও কাগজপত্র ব্যবহার করে ঋণ গ্রহণ এবং তার মাধ্যমে অবৈধ অর্থপাচার করেছেন।

দুদক এই অনুসন্ধানের মাধ্যমে শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে এবং যেসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তাদের বিস্তারিত তদন্ত চালানো হবে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর