মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তারা যেসব অপরাধ করেছে শয়তানও সেগুলো করতে ভয় পাবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

‘তারা যেসব অপরাধ করেছে শয়তানও সেগুলো করতে ভয় পাবে’
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে নির্দেশদাতারা যেসব অপরাধ করেছে শয়তানও সেগুলো করতে ভয় পাবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে তারা যেসব অপরাধ করেছে সেগুলো শয়তানও করতে ভয় পাবে।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অপরাধ বর্ণনা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বলকান কসাইদের মতো জিয়াউল আহসান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এর আগে সকালে প্রিজন ভ্যানে করে টাইব্যুনালে আনা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেনকে। 

এরপর বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের আটজনের বিচারকাজ শুরু হয়।


বিজ্ঞাপন


শুনানিতে জুলাই-আগস্টের গণহত্যায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার কথা তুলে ধরতে গিয়ে তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর