রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

তাপসের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তার মা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

তাপসের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তার মা 

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতারের বিষয়ে তার মা মেহের নিগার চঞ্চল দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বুধবার (৬ নভেম্বর) সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তাপসের মা বলেন, ২০১২ সালে ঢাকা স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠানে তাপসকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে গত ১২ বছরে তিনি তাকে পাঁচ মিনিটের জন্যও দেখেননি। তিনি অভিযোগ করেন, সেই সময় থেকে শেখ হাসিনা সরকার তাকে একা করে দিয়েছে। তাপসকে আটকানোর পর এক বছর পর তাকে যে অবস্থায় পাওয়া যায়, তা তিনি প্রকাশ করতে চান না।


বিজ্ঞাপন


অপরাজনীতি নিয়ে তিনি বলেন, ১৯৭৪ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে আছেন এবং অপরাজনীতির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের মামলার বিষয়ে তাপসের মা বলেন, তাপস কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত নয় এবং তার বিপথগামিতার জন্য শেখ হাসিনা দায়ী।

এদিকে, গত ৩ নভেম্বর রাজধানীর প্রগতি সরনি থেকে তাপসকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে চলমান গণহত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হয়।

৪ নভেম্বর আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলেও, শুনানির সময় তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় তারিখ পেছানো হয়। বুধবার (৬ নভেম্বর) আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেছেন।

এছাড়া, ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন, যেখানে বলা হয়, গান বাংলার তাপস বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করে ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছেন।


বিজ্ঞাপন


এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর