সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘টাকা আত্মসাৎ করার সময় মনে ছিল না আপনি বয়স্ক?’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

‘টাকা আত্মসাৎ করার সময় মনে ছিল না আপনি বয়স্ক?’

ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মন্তব্য করেছেন, “যখন আপনি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছেন, তখন কি মনে হয়নি যে আপনি একজন বয়স্ক মানুষ?” তার এই মন্তব্য সাবেক মন্ত্রী ইমরান আহমেদের রিমান্ড প্রসঙ্গে এসেছে। ইমরান আহমদ বর্তমানে ৭৩ বছর বয়সী এবং তিনি আদালতে বলেছেন, “আমার বয়স হয়েছে, আমি অসুস্থ।”

তিনি বলেন, টাকা আত্মসাৎকারী ও দুর্নীতিবাজরা আইনের আওতায় শাস্তি পাবে এবং জনগণ ন্যায় বিচার আশা করে।


বিজ্ঞাপন


সোমবার (২১ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাছান তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগ রয়েছে। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন, কিন্তু উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২০ অক্টোবর রাতে তাকে বনানী থেকে গ্রেফতার করে। ইমরান আহমদ সিলেট-৪ আসনের ছয়বারের সংসদ সদস্য। ২০১৮ সালে নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং পরে পূর্ণ মন্ত্রী হন। সর্বশেষ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলেও মন্ত্রিসভায় স্থান পাননি। গত ৫ আগস্টের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি এমপি পদ হারান।


বিজ্ঞাপন


এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর