বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বিচার বিভাগের সংস্কার কমিটি গঠন করল সরকার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ এএম

শেয়ার করুন:

বিচার বিভাগের সংস্কার কমিটি গঠন করল সরকার 

স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বিচারপতি আইনজীবী ও শিক্ষকদের প্রতিনিধি রাখা হয়।


বিজ্ঞাপন


কমিশনের সদস্যরা হলেন— আপিল বিভাগের বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ এমদাদুল হক, সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সুপ্রিম কোর্টের রেজিস্টার সাবেক জেলা ও দায়রা জজ সাইয়েদ আমিনুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তানিম হোসেন শাওন, প্রফেসর কাজী মাহফুজুল হক (সুপন), এসোসিয়েট প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন আইনের শিক্ষার্থী।

এই কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।
কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে।
কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন/সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন; তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর