সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবির বিন আনোয়ার ও শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

কবির বিন আনোয়ার ও শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।


বিজ্ঞাপন


দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সাবেক এমপি জ্যাকব ও গিনি রিমান্ডে

এদিন বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম। অপরদিকে কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাকারিয়া। তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। 

দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর