দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভাল করতে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
পরে আদালত থেকে বেরিয়ে এ বিষয়টি ঢাকা মেইলকে জানান বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান।
তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক বেক্সিমকোর বিষয়ে প্রসিডিংস শুরু করেছে।
সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ।
বিজ্ঞাপন
এআইএম/এমএইচএম

