বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

এক বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জন নিয়োগের ঘটনায় লিগ্যাল নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

এক বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জন নিয়োগের ঘটনায় লিগ্যাল নোটিশ

নীলফামারী কিশোরগঞ্জের কিশামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার রায়ের বিরুদ্ধে পরিবারের সদস্যদের অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

উপজেলার কিশামত বীরচরন গ্রামের বাসিন্দা মো. আইয়ুব আলীর পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এই নোটিশ পাঠান।


বিজ্ঞাপন


নোটিশে অভিযোগ করা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার রায় এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

অভিযোগ অনুসারে, নিয়োগ প্রক্রিয়ায় নেপোটিজম এবং দুর্নীতির মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে, বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মাত্র একজন মুসলিম এবং বাকি সবাই সনাতন ধর্মের অনুসারী, যা প্রাপ্য মুসলিম প্রার্থীসহ অন্যান্য যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছে।

গত ৪ সেপ্টেম্বর ‘এক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থেকে আয়া সবাই একই পরিবারের’ এবং ‘এক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ একই পরিবারের ১৬ জনের চাকরি’ শিরোনামে এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে যে, ৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দফতরগুলোতে বেশ কয়েকটি আবেদন জমা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।


বিজ্ঞাপন


আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া জানিয়েছেন, যদি দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হবে এবং এর জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এআইএম/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর