বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ঢাকা

আবেদ আলীদের ফাঁস করা প্রশ্নে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

কুইক রেন্টালে দায়মুক্তির বৈধতা প্রশ্নে রুল
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্রে পিএসসি অধীনে অনুষ্ঠেয় নন-ক্যাডার জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০২৩ সালের ১৮ মার্চ অনুষ্ঠিত পরীক্ষা কেন বাতিল করা হবে না এবং নতুন করে কেন পরীক্ষা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


বিজ্ঞাপন


এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ ফারজুল ইসলাম ফাহিম।

এ সংক্রান্ত বিষয়ে জাতীয় পত্রিকায় ‘জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের প্রশ্ন ফাঁসেও একই চক্র’ প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মো. সেলিম রেজা ও তরিকুল ইসলামসহ  ১৭ জনের পক্ষে গত ২৫ আগস্ট অ্যাডভোকেট মোহাম্মদ ফারজুল ইসলাম রিটটি করেন। ওই রিটের শুনানি নিয়ে এ আদেশ আসলো আদালত থেকে।

২০২১ সালের ২৬ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুষ্ঠিত ২০২৩ সালের ১৮ মার্চ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে নন-ক্যাডার জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে গত ২৫ মে থেকে গত ২ জুন পর্যন্ত  মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার অপেক্ষায়। এরপর দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় যে নন-ক্যাডার  জুনিয়র ইন্সট্রাক্টর পদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে পিএসসির নন-ক্যাডার জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষা বাতিল ও নতুনভাবে পরীক্ষা গ্রহণের দাবিতে গত ২৪ আগস্ট সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশ দেওয়ার পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীরা রিট আবেদন করেন।


বিজ্ঞাপন


এআইএম/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর