শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

‘শীর্ষ নিউজ ডটকম’ চালুর বিষয়ে চূড়ান্ত শুনানি ৪ সেপ্টেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

‘শীর্ষ নিউজ ডটকম’ চালুর বিষয়ে চূড়ান্ত শুনানি ৪ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

অনলাইন নিউজপোর্টাল ‘শীর্ষ নিউজ ডটকমের’ নিবন্ধন ও চালু করার অনুমতি না দেওয়া কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের চূড়ান্ত শুনানি আগামী ৪ সেপ্টেম্বর।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন।


বিজ্ঞাপন


আদালতে শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ও অ্যাডভোকেট মুহাম্মদ তারিকুল ইসলাম।

আরও পড়ুন

সময় টিভির মালিকানা নিয়ে শুনানি হয়নি আজ

পরে আদালত থেকে বের হয়ে আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল বিটিআরসি।এরপর বারবার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেওয়া হয়নি শীর্ষ নিউজকে।

আইনজীবী বলেন, নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। রিটের শুনানি নিয়ে ওই বছরই হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলেন। আজ রুল শুনানির জন্য আবেদন করেছিলাম। আদালত শুনানির জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।


বিজ্ঞাপন


এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর