শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

আত্মসমর্পণ করতে আদালতে হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

আত্মসমর্পণ করতে আদালতে হাজী সেলিম
ছবি সংগৃহীত

দুর্নীতির মামলায় ১০ বছর দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম আত্মসমর্পণ করতে বিচারিক আদালতে গেছেন।

রোববার (২২ মে) বিকাল তিনটার পর ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ উপস্থিত হন হাজী সেলিম। বিচারক শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে তার।


বিজ্ঞাপন


১৩ বছর আগে বিচারিক আদালতের রায়ের পর মামলাটিতে ঢাকা-৭ আসনের এই সংসদ সদস্যকে মাসখানেক কারাগারে থাকতে হয়েছিল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনে বের হন তিনি। মাঝের এই সময়ে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

হাজী সেলিমের আদালতে যাওয়ার আগে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী প্রাণ নাথ। জামিন আবেদনে উন্নত চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদনও করেছেন ঢাকার এই সংসদ সদস্য।

দুপুর ২টার দিকে তার আত্মসমর্পণ করার কথা থাকলেও তিনি তিনটার দিকে আদালত চত্বরে আসেন। পরে আদালতে প্রবেশ করেন।

হাজী সেলিমের আসার আগেই তার কর্মী-সমর্থকরা ভিড় করেন আদালত চত্বরে। হাজী সেলিম বন্দি হতে পারে এমন ধারণা থেকে একনজর তাকে দেখার জন্য আদালত এলাকায় আসেন সমর্থকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালতে চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর