শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বদির বিরুদ্ধে দুদকের মামলা নিষ্পত্তির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

বদির বিরুদ্ধে দুদকের মামলা নিষ্পত্তির নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন তথ্য গোপনের অভিযোগের মামলা স্থগিত চেয়ে সাবেক এমপি আবদুর রহমান বদির করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ বলা হয়েছে।

রোববার (২২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছের সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন করেন চট্টগ্রামের আদালত। পরে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের ডাবলমুরিং থানায় বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৮ সালের ২৪ জুন চার্জশিট দেয় দুদক।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই অভিযোগ গঠনের বিরুদ্ধে এবং মামলার কার্যকম স্থগিত চেয়ে আবেদন করেন বদি। সে আবেদনের শুনানি করে আদালত এ আদেশ দেন।


বিজ্ঞাপন


এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর