শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

দুই মামলায় ১০ দিন রিমান্ড শেষে জহির উদ্দিন স্বপন কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক স্বপন গ্রেফতার

দুই মামলায় টানা ১০ দিনের রিমান্ড শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড মাহবুব আহমেদ।

বৃহস্পতিবার (০১ আগস্ট) মিরপুর মডেল থানার দায়েরকৃত মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে কারাবিধি মোতাবেক প্রাপ্ত সকল সুবিধার আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।


বিজ্ঞাপন


রাজধানীর ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে ডিবি পুলিশের একটি দল বিএনপির এই নেতাকে গত ২১ জুলাই আটক করে। 

পরবর্তীতে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘটিত মহাখালীর সেতু ভবনে হামলা মামলায় বনানী থানায় পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলায় তাকে আসামি করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। 

রিমান্ড শেষে গত ২৭ জুলাই আদালতে হাজির করে পুলিশ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

তার আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ফয়েজ রিন্টু জানিয়েছেন, যখন আদালতে হাজির করা হয় তখন তার পুলিশি হেফাজতে থাকার সময়কাল দাঁড়িয়েছে টানা প্রায় ১২ দিন।


বিজ্ঞাপন


বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর