রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাককে জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাককে জামিন

গৃহকর্মীর অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাককে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিস্পত্তির এ আদেশ দেন।


বিজ্ঞাপন


এর আগে আশফাকুল হকের জামিন প্রশ্নে রুল জারি করেন আদালত।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরের আশফাকুল হকের আট তলার বাসা থেকে পড়ে মারা যায় প্রীতি উরাং নামের এক কিশোরী গৃহকর্মী। বাসার নিচে পড়েছিল প্রীতির লাশ। জানাজানির পর এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করে। তাদের অভিযোগ প্রীতিকে হত্যা করা হয়েছে।

প্রীতির বাবা লোকেশ উরাং পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধরায় অভিযোগ আনা হয়। মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়েছে। ওই মামলায় গত ৭ ফেব্রুয়ারি আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে গ্রেফতারের পর আদালতে হাজির করে পুলিশ। এ মামলায় তাদের পুলিশ রিমান্ডেও নেওয়া হয়।

বিচারিক আদালতে কয়েক দফায় জামিন আবেদন করে বিফল হন আশফাকুল-তানিয়া দম্পতি। সর্বশেষ গত ২১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত তাদের জামিন আবেদন নাকচ করে। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আশফাকুল-তানিয়া।


বিজ্ঞাপন


গত ২২ এপ্রিল সৈয়দ আশফাকুল হকের স্ত্রী তানিয়া খন্দকারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এ আদেশ দেয়।

একইসঙ্গে আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয় একই আদালত থেকে।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর