শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের তিনজনের রায় বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২২, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের তিনজনের রায় বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখা থানার আব্দুল আজিজ হাবলুসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার।

বিচারপতি শাহিনুর ইসলামসহ তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (১৭ মে) এই আদেশ দেন। আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।


বিজ্ঞাপন


এর আগে গত ১২ এপ্রিল মামলাটি সিএভি (রায়ের জন্য অপেক্ষমাণ) রাখে ট্রাইব্যুনাল।

আব্দুল আজিজ ছাড়া মামলার অপর দুই আসামি হলেন- আব্দুল মান্নান ও আব্দুল মতিন। এর মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন এম. সারোয়ার হোসেন ও আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি।

পরে সাবিনা ইয়াসমিন খান মুন্নি বলেন, মৌলভীবাজারের বড়লেখা থানার তিন আসামির বিরুদ্ধে মামলার শুনানি শেষ হয়েছে। পরে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আজ মামলাটি রায়ের জন্য তালিকায় এলে আগামী ১৯ মে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ঠিক করে দেয়।


বিজ্ঞাপন


এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর