এস কে সিনহার বিরুদ্ধে ভাই ও ভাতিজাদের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৭:৩৪ পিএম
এস কে সিনহার বিরুদ্ধে ভাই ও ভাতিজাদের সাক্ষ্য
ফাইল ছবি

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে আদালত জবানবন্দি দিয়েছেন তার ভাই নরেন্দ্র কুমার সিনহা এবং দুই ভাতিজা শংখজিৎ সিংহ ও সুজন কুমার সিংহ।

সোমবার (১৬ মে) মামলায় তিনজনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত নরেন্দ্র কুমার সিনহার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শংখজিৎ সিংহের ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত সুজন কুমার সিংহের জবানবন্দি রেকর্ড করেন।

গত বছরের ১০ অক্টোবর দুদক উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন। মামলায় এস কে সিনহার বিরুদ্ধে নিজের ভাই ও আত্মীয়ের নামে সাত কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জন করে তা স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়।

গত ৩ এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য থাকলেও দুদক প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের জন্য ১৬ জুন দিন ধার্য করেন।

দুদকের অভিযোগ, সুরেন্দ্র কুমার সিনহা ক্ষমতার অপব্যবহার করে মোট সাত কোটি ১৪ লাখ পাঁচ হাজার ৮৬৫ টাকার সম্পদ অর্জন করে ভাই ও আত্মীয়ের নামে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেন। এ সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস নেই এবং তা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ অপরাধে সংস্থাটির ২০০৪-এর ২৭ (১) ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২-এর ৪ (২), (৩) ধারায় মামলা করে দুদক।

জেবি