স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাবিবুর রহমানকে অব্যাহতি দেওয়ার আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে এই আবেদন নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৬ মে) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
পরে আদালত থেকে বেরিয়ে আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানান রিটকারীর আইনজীবী বেল্লাল হোসেন শাহীন।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ট ব্যাংকের একজন গ্রাহকের করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এআইএম/এমএইচএম

