বুধবার, ১ মে, ২০২৪, ঢাকা

এখন থেকে দুই নম্বর কোর্টে চলবে আপিল বিভাগের বিচারকাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

এখন থেকে দুই নম্বর কোর্টে চলবে আপিল বিভাগের বিচারকাজ
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে সংস্কার কাজ চলমান। এজন্য বিচারকাজ বন্ধ আছে। ফলে আগামী ২১ এপ্রিল থেকে দুই নম্বর কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচারকাজ চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রসাশন থেকে এমন তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

শপথ নিলেন প্রদীপ কুমার পাণ্ডে

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে সংস্কার কাজ চলমান থাকায় আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই নম্বর কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, অবকাশকালীন ও ঈদের ছুটি শেষে আগামী ২১ এপ্রিল থেকে খুলছে সুপ্রিম কোর্ট। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চলমান রয়েছে।

এআইএম/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর