বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুর-৪

সিমিনের আবেদন খারিজ, ভোট করতে বাধা নেই আলমের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ১১:০৬ এএম

শেয়ার করুন:

loading/img
সিমিন হোসেন রিমি এবং আলম আহমেদ । ফাইল ছবি

গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমির করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের নির্বাচন করতে কোনো বাধা নেই।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।


বিজ্ঞাপন


এর আগে, প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গত বুধবার (২৭ ডিসেম্বর) চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ দিন ধার্য করেন। 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর, সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও সাফওয়ান করিম। আলম আহমেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও আইনজীবী মনিরুজ্জামান আসাদ।

আরও পড়ুন

আপিলেও খুলল না ভাগ্য, নির্বাচন থেকে ছিটকে গেলেন সাদিক আব্দুল্লাহ

উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগে আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তিনি আপিল করেন, যা গত ১৩ ডিসেম্বর খারিজ হয়।


বিজ্ঞাপন


এর বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন আলম আহমেদ। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে ও প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন আলম আহমেদ, যা গত ১৯ ডিসেম্বর চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে।

ওইদিন শুনানি নিয়ে চেম্বার আদালত আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এতে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়।

ওইদিনই চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নৌকার প্রার্থী সিমিন হোসেন। তার সেই আবেদনের ওপর শুনানির জন্য ২৭ ডিসেম্বর দিন রাখেন চেম্বার আদালত। সে অনুযায়ী আজ শুনানি শেষে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub