সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের (এম আর হাসান) মা হোসনে আরা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ বিষয়টি জানা গেছে।
মৃত্যুকালে তিনি ছেলে বিচারপতি এম আর হাসান ও মেয়ে রোকসানা বেগম, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিচারপতি এম আর হাসান নিজের পরিবারের পক্ষ থেকে তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১ ডিসেম্বর) দ্বিতীয় জানাজা শেষে নোয়াখালীর চাটখিল উপজেলার তালতলা বাজার এলাকায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
বিজ্ঞাপন
এআইএম/এমএইচএম

