লালমনিরহাটের এক ধর্ষণ মামলায় আসামি রকিব-উজ্জামানের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ নভেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন। ওই মামলার পরবর্তী তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
লালমনিরহাটের জেল সুপারকে আদেশের কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালে রকিব-উজ্জামান রকিবকে প্রধান আসামি করে অপহরণ ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। একই বছরের ৯ এপ্রিল ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। সে সময় সন্তান সম্ভবা ছিলেন ভুক্তভোগী। তখন তার বয়স ছিল ১৭ বছর।
জানা গেছে, চলতি বছর মামলার আসামি রকিব-উজ্জামানকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে জামিন আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে মামলাটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। পরে বাদী-বিবাদী উভয়পক্ষ বিয়ের শর্তে আপস মীমাংসা করেন।
এআইএম/এইউ

