দুর্নীতি দমন কমিশনে কোনো ক্ষমতাধর ব্যক্তির দুর্নীতির তদন্তকাজ আগায় না বলে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন যে মন্তব্য করেছেন তাকে ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি।
বুধবার (১৮ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই দাবি করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ব্যারিস্টার দুদকের তদন্ত বিষয়ে যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন। সুনির্দিষ্ট করে কারও নাম বলতে পারেননি ব্যারিস্টার সুমন।
বিজ্ঞাপন
খুরশীদ আলম বলেন, ‘দুদকে অভিযোগ এসেছে কিন্তু প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত বন্ধ আছে, সুমন সাহেবের এমন বক্তব্য সঠিক নয়। সুমন সাহেবের দেওয়া অভিযোগ দুদক তদন্ত করছে। কাজেই আমি বলব সুমন সাহেবের বক্তব্য ঠিক নয়।’
গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে বোরাক টাওয়ারের একটি মামলার শুনানি শেষে ব্যারিস্টার সুমন বলেন, কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গেলে দুদক সেটি তদন্ত করে না। দুদকে যাওয়া বেশিরভাগ মামলার ক্ষেত্রেই এমন অবস্থা দেখেছি। একটু শক্তিশালী হলেই দুদক আর আগায় না। দুদকের কাছে ফাইল গেলেই তা বাক্সবন্দি হয়ে যায়। প্রভাবশালীরা মনে করেন কখন আমার ফাইল দুদকে যাবে। দুদকে গেলেই তো আমি বেঁচে যাই।’
বিজ্ঞাপন
ব্যারিস্টার সুমন আরও বলেছেন, ‘আদালত বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে। ভারতের আন্না হাজারে যেমন দাঁড়িয়েছিল, তখন ইন্ডিয়াতে বড় কিছু ঘটছে। আপনি আপনার মত কাজ করে যান।’
এআইএম/এমআর

