সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

বিদায়ী সংবর্ধনা নিচ্ছেন না ‘জাহান্নাম’ বলা সেই বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ১০:১২ এএম

শেয়ার করুন:

বিদায়ী সংবর্ধনা নিচ্ছেন না ‘জাহান্নাম’ বলা সেই বিচারপতি
বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ। ছবি: সংগৃহীত

একটি মামলার শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে 'দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে মন্তব্য করা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের শেষ কর্মদিবস আজ রোববার (১৫ অক্টোবর)। তবে তিনি বিদায়ী সংবর্ধনা নেবেন না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

সুপ্রিম কোর্টের রেওয়াজ-রীতি অনুযায়ী, শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বিদায়ী বিচারপতিকে সংর্বধনা দেওয়া হয়ে থাকে। তবে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ধরনের সংবর্ধনা নেবেন না।


বিজ্ঞাপন


এদিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বিচারপতিদের যে সংবর্ধনা দেওয়া হয় সেটিও নেবেন না আলোচিত এই বিচারপতি।

তবে প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাকে ফুল ও ক্রেস্ট পৌঁছে দেবেন বলে সূত্রে জানা গেছে।

সম্প্রতি মানবাধিকার কর্মী আদিলুর রহমান ও এলানকে জামিন দেওয়ার সময় রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় তিনি বলেছিলেন- ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ তার এই বক্তব্য তোলপাড় সৃষ্টি করে। সরকার পক্ষের আইনজীবীরা তার সমালোচনা করেন। প্রধান বিচারপতি তাকে এ ব্যাপারে সতর্কও করেন।

এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর