সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে প্রধান বিচারপতির প্রতি আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

Chief Justice
নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি

রাজনৈতিক বিশ্বাস বা আনুগত্য থেকে নয়, বরং বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের জন্য নবনিযুক্ত প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কনভেনর সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং কো-কনভেনর সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান ইউএলএফের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।


বিজ্ঞাপন


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গত ২৬ সেপ্টেম্বর শপথ গ্রহণের পর যে বক্তব্য রেখেছেন, ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্ট তথা দেশের আইনজীবী সমাজ প্রচণ্ডভাবে হতাশ এবং জনগণের অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

ULF
গণমাধ্যমে পাঠানো বিবৃতি। সংগৃহীত ছবি

আরও পড়ুন

শোষিত ও বঞ্চিত মানুষের প্রিয় ছিলেন বঙ্গবন্ধু: প্রধান বিচারপতি

এতে আরও উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির রাজনৈতিক অতীত সম্পর্কে আইনজীবী সমাজ অবগত এবং সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ চেয়ারে আসীন থাকাবস্থায় রাজনৈতিক বক্তব্য, সরকার দলের ছাত্র সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নজিরবিহীন ঘটনা।


বিজ্ঞাপন


 

এমতাবস্থায় রাজনৈতিক বিশ্বাস বা আনুগত্য থেকে নয়, প্রধান বিচারপতি বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করবেন- এমনটাই প্রত্যাশা ইউএলএফের।

এআইএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর