সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের পদযাত্রা আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪ এএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের পদযাত্রা আজ
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ পদযাত্রা করবে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই পদযাত্রা হবে। পদযাত্রা শেষে সমাবেশ হবে।


বিজ্ঞাপন


কর্মসূচিতে ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্টের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্টের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়ক এবং বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত থাকবেন।

এছাড়া ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্টের অন্যতম সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্টের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুবসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দও পদযাত্রায় অংশ নেবেন।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর