রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই

২ কনস্টেবলসহ সেই পাঁচজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

CMM Court
পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য। সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি/সংগৃহীত

রাজধানীর পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যসহ পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


এর আগে দুই পুলিশ কনস্টেবল ছাড়াও গ্রেফতার পাঁচজনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সুমিত কুমার সাহা।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আছিফ ইকবাল এবং তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেল।

 

আরও পড়ুন

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৫

গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের এক কর্মচারী ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় জমা দিতে যান। পরে সেখানে দুই পুলিশ সদস্য ‘ওয়ারেন্ট’ আছে বলে তাকে ব্যাংকের বাইরে এনে ব্যাগটি নিয়ে নেন।

CMM-Court-Dhaka
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। ফাইল ছবি

পরবর্তীতে ওই কর্মচারীকে একটি মোটরসাইকেলে বসিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেওয়া হয়। এরপর ভুক্তভোগী ব্যবসায়ী মামুন ঘটনাটি পুলিশকে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী হৃদয়কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য মাহবুব ও আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া বাসাবো থেকে শাহজাহান ও রাসেলকেও গ্রেফতার করে ‍পুলিশ। সেই সঙ্গে রাসেলের বাসা থেকে বাকি ১০ লাখ টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

 

মামলার অভিযোগে ওই ব্যবসায়ী বলেন, আমার প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার মো. আজিম ২১ লাখ ৫ হাজার টাকা নিয়ে আইএফআইসি ব্যাংক লিমিটেডের উপ-শাখায় গিয়েছিলেন। সেখানে তিনি প্রতিষ্ঠানের এক গ্রাহকের হিসাবে ১ লাখ টাকা জমা করে বাকি টাকা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আরেকটি ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ডিএমপির পোশাকে থাকা পরা দুজন আজিমকে জোর করে বাইরে নিয়ে আসেন। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, আজিমের নামে মামলা আছে এবং তিনি যে টাকা বহন করছেন তা অবৈধ। এরপর তারা টাকাসহ আজিমকে মোটরসাইকেলে তুলে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে মুগদা এলাকায় নামিয়ে দেন। ব্যাংকের সিসিটিভি ফুটেজে এই ঘটনাটি ধরা পড়ে।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর