সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিচারকদের বিবৃতিতে বিএনপিপন্থী আইনজীবীদের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

বিচারকদের বিবৃতিতে বিএনপিপন্থী আইনজীবীদের নিন্দা
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফাইল ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক জারি করা প্রেস বিবৃতিটির নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর "বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃক গৃহীত রেজুলেশনের বিরুদ্ধে। এটি চাকরিরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে নজিরবিহীন। এই বিবৃতি থেকে স্পষ্টতই বোঝা যায় যে বর্তমান শাসনব্যবস্থায় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে রাজনীতিকরণ করা হয়েছে। অধিকার সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের বিচার ও সাজা কার্যকরী কার্যনির্বাহীর নির্দেশে স্পষ্টতই নির্দেশিত, যার প্রধান হচ্ছেন শেখ হাসিনা নিজেই।  

 

আরও পড়ুন

ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টের যুগান্তকারী রায়

বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার জন্য এবং এটিকে নির্বাহী প্রভাব থেকে দূরে রাখার জন্য দীর্ঘকাল ধরে লড়াই করে আসছি। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের জন্য আমরা সাম্প্রতিক দিনগুলোতে সারাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছি। কিন্তু গত ১৭ সেপ্টেম্বরের বিচারকদের বক্তব্য হলো  বিচারব্যবস্থার ওপর অপবাদ। তারা তাদের স্বাধীনতা হারিয়েছে এবং তাদের কাছ থেকে সঠিক বিচারের কোনো আশা করা যায় না। সম্প্রতি, আমরা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারককে নিজেদের "শপথবান্ধব রাজনীতিবিদ" হিসেবে ঘোষণা করতে দেখেছি এবং ১৭সেপ্টেম্বর, ২০২৩-এর বিবৃতি নিম্ন আদালতের বিচারকদের দ্বারা সেই ঘোষণার ধারাবাহিকতা।


বিজ্ঞাপন


আমরা বিচার বিভাগীয় কর্মকর্তাদের এই ধরণের বক্তব্যের নিন্দা জানাই এবং বিচার বিভাগের ভাবমূর্তি যাতে আরও ক্ষুণ্ন না হয় সেজন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব।

এআইএম/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর