শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: ডেপুটি অ্যাটর্নি জেনারেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: ডেপুটি অ্যাটর্নি জেনারেল
নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। ফাইল ছবি

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া বলেছেন, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে। উনার বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে আমি একমত। আমি মনে করি তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এমরান আহমেদ ভূঁইয়া বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে একমত পোষণ করছি। 

আরও পড়ুন 

ড. ইউনূসের বিপক্ষে লড়ছেন না খুরশীদ আলম খান

রাষ্ট্রপক্ষের এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ১৬০ জন নোবেল বিজয়ী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিবৃতির সঙ্গে একমত। অধ্যাপক ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, বিশ্বনেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসের সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ড. ইউনূসের বিরুদ্ধে ১৬৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিচার চলছে দেশের বিভিন্ন আদালতে।

এআইএম/এমএইচএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর