মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউনূসের বিচারে ‌১৭৫ বিশ্ব নেতার ‘হস্তক্ষেপ’ অযাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ১১:২৭ এএম

শেয়ার করুন:

Lawyer
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের বিচারিক কার্যক্রম স্থগিতে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দিয়েছেন একশ জনেরও বেশি নোবেলজয়ীসহ ১৭৫ জন বিশ্ব নেতা। এটিকে দেশের বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন মামলা সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেছেন, বিশ্ব নেতারা বাংলাদেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন। তারা আদালতে ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন, আমার বুঝে আসে না।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

আরও পড়ুন

ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি

বিশ্ব নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে সিনিয়র এই আইনজীবী বলেন, বাংলাদেশে আসুন, দেখুন কত স্বচ্ছতার সঙ্গে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে। শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করবেন না।

 


বিজ্ঞাপন


নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করার পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি দিয়েছেন নোবেলজয়ীসহ ১৭৫ জন বিশ্বনেতা। 

আরও পড়ুন

খালেদার বিরুদ্ধে নাইকো মামলা চলবে কী না জানা যাবে বুধবার

সোমবার প্রকাশিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা উদ্বিগ্ন যে সম্প্রতি তাকে (ড. ইউনূস) লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে বিচারিক হেনস্তা বলে আমরা বিশ্বাস করি।’

 

এর আগেও গত মার্চে ড. ইউনূসের ‘নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ’ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছিলেন ৪০ জন বিশ্বনেতা। সেই চিঠিটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর