বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নওগাঁ জেলা বারের সভাপতি-সম্পাদককে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০১:২১ পিএম

শেয়ার করুন:

নওগাঁ জেলা বারের সভাপতি-সম্পাদককে তলব
ফাইল ছবি

নওগাঁ আইনজীবী সমিতির এক আইনজীবীর বাসায় চুরির মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘটনার ব্যাখ্যা দিতে নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে তলব করা হয়েছে। আগামী ৩০ আগস্ট বুধবার সকাল ১০টায় কোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


বিজ্ঞাপন


নওগাঁ আদালত থেকে আসামির মামলার বদলির আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি বলেন, নওগাঁ বারের এক আইনজীবীর বাসায় চুরির মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোয় জুডিশিয়াল ম্যাজিস্টেট পি ডাব্লিউ দিয়ে আসামিকে কোর্টে হাজির করে তার মুখ থেকে শুনে জামিন দেন। আসামিকে জামিন দেওয়ায় নওগাঁ বার রেজ্যুলেশন করে সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা জজকে বারের সিদ্ধান্ত পাঠান। আসামি এ কারণে মামলা বদলির আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট নওগাঁ বারের সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও জানান, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে জেলা জজ ও জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন আদালত। 


বিজ্ঞাপন


এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর